কলকাতা: একাধিক বুথফেরত সমীক্ষায় (Exit Poll) ২৪-এর লোকসভা নির্বাচনে ( Lok Sabha Election 2024) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) ফের ক্ষমতায় ফিরতে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেইসব বুথফেরত সমীক্ষাকে ভুয়ো বলে অভিহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিজেপি সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে বলে একাধিক এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হলেও বাস্তবে সেটা হবে না। আগামী ৪ জুনের ছবিটা অন্যরকম হবে।
এবারের নির্বাচনে লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে বলে দাবি করেছেন মমতা। জনপ্রিয় এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, “রেজাল্ট বেরোবার আগেই মোদিজিকে যাঁরা জিতিয়ে দিচ্ছেন তাঁদের বলি অত সহজ হবে না।” মোদি সরকারের দিন শেষ বলেই উল্লেখ করেছেন তিনি। ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসা নিয়ে ভীষণ আশাবাদী তৃণমূল সুপ্রিমো। তবে ইন্ডিয়া জোট সরকার গঠন করলে তাতে তৃণমূল কংগ্রেস থাকবে কিনা, তা নিয়ে সরাসরি এখন কোনও উত্তর পাওয়া যায়নি মুখ্যমন্ত্রীর কাছে।
আরও পড়ুন: ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি
এক্সিট পোল নিয়ে সংবাদমাধ্যমকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর বলেছেন, কী করে সংবাদমাধ্যম গুলো কে কোন আসনে জিতবে বলে দিচ্ছে? কত টাকার বিনিময়ে এই হিসাব দেখানো হচ্ছে প্রশ্ন ছুঁড়েছেন তিনি। দলীয় কর্মীদের শক্ত থাকার বার্তাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে জানিয়েছেন, গণনার দিন সব সত্যি বেরিয়ে আসবে। সংবাদমাধ্যম যা দেখিয়েছে তার দ্বিগুণ সিট পাবে তৃণমূল (TMC)।
উল্লেখ্য, কমপক্ষে আটটি এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলকে ছাপিয়ে যাবে বিজেপি। একটি সমীক্ষায় তো ইঙ্গিত ১১টি আসনে নেমে যেতে পারে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, এক্সিট পোলে কিছু হবে না। আসল ফলাফল জানা যাবে ৪ জুন।
আরও খবর দেখুন