কোচবিহার: ঘরের মধ্যেই বিভীষণ ছিল আমরা বুঝতে পারিনি। রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বিজেপি বিধায়কের। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন ঘোষ তাঁর ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীকে বরণ করা অবস্থায় সাংসদ অনন্ত মহারাজের একটি ছবি পোস্ট করেন। ওই পোস্টে লেখেন, ঘরের মধ্যেই বিভীষণ ছিল, আমরা বুঝতে পারিনি। বিধায়কের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই কোচবিহারের জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
প্রসঙ্গত দিন দুয়েক আগেই কোচবিহারে এসে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই সাক্ষাৎকারকে একান্তই সৌজন্য সাক্ষাৎকার বলে সব জল্পনা উড়িয়ে দিয়েছিলে অনন্ত মহারাজ। এবার সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিজেপি বিধায়কের এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
দেখুন আরও অন্যান্য খবর: