বসিরহাট: বিজেপির দেওয়াল লেখার উপরে রঙ ঢেলে দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় মারধরের
অভিযোগ তৃণমূলের (Trinamool) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বসিরহাট (Basirhat) উত্তর বিধানসভা মাটিয়া থানার হরিডাঙ্গা এলাকায় সেখানে বিজেপির রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লেখা ছিল। সেই দেওয়ালে কয়েকজন এসে রং ঢেলে দেয়। এলাকার বিজেপি কর্মী সমর্থকরা হাতেনাতে ধরে ফেলে এবং প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি তারপর এই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমীর বাছার। সমীর বাছার এসেও বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তৃণমূল নেতার ভাইয়ের
আহতদের মধ্যে কালিদাস বাছার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র (BJP candidate Rekha Patra)। তার পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তৃণমূলের নেতা কৌশিক দত্ত বলেন তৃণমূলের শক্ত সংগঠন নিজেরাই রং ঢেলে দিয়ে ভোটের ফয়দা তুলতে চাইছে। এর সঙ্গে তৃণমূল কোনভাবে জড়িত নয়। ভোটের মুখে বাজার গরম করতে অকারণে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে করতে চাইছে বিজেপি।
অন্য খবর দেখুন