বেলঘরিয়া: মদ্যপানের প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন একজন, উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণনগর ক্যানেল রোড এলাকায় দীর্ঘদিন ধরে কিছু দুষ্কৃতী বহিরাগতদের নিয়ে এসে সেখানে মদ্যপান ও গাঁজার নেশা করে বলে অভিযোগ। এলাকার দুই দুষ্কৃতী রেহান ও গোপাল এই ধরনের ঘটনায় মদত দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই নিয়ে পাড়ার বাসিন্দারা প্রতিবাদ করেন। আর সেই মদ্যপানের প্রতিবাদ করায় এলাকার এক বাসিন্দার বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাশাপাশি ওই বাড়ির মহিলাদের শ্লীলতাহানিও করা হয়েছে।
আরও পড়ুন: বাসস্থান চেয়ে আদালতের দ্বারস্থ কেজরিওয়াল
গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। এলাকার বাসিন্দাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন ১ জন মহিলা। গোটা ঘটনায় আতঙ্কিত আক্রান্ত পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। ওই দুই যুবকের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। ঘটনার পর থেকে পলাতক তারা।
দেখুন আরও অন্যান্য খবর: