বোলপুর: রাজ্য নয় এবার কেন্দ্রীয় সরকারের রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠল পুকুর ভরাট করার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। ওই ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড নীলডাঙ্গা এলাকায়। ওই ওয়ার্ডটি খোদ বোলপুর পুরসভার চেয়ারম্যান তথা কাউন্সিলর পর্না ঘোষের। প্রশ্ন উঠছে, তাঁর এলাকায় পুকুর ভরাটের অভিযোগ, অথচ চেয়ারম্যান কিছু জানেন না?
বোলপুর রেল স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া পুকুরটি অবস্থিত। এই পুকুরটি আদি পুকুর হিসেবেই পরিচিত। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা স্নান, কাপড়কাচা সহ বিভিন্ন কাজে ব্যবহার করতেন। পুকুরটি থাকার ফলে এলাকার সৌন্দর্যায়ন নজর কারতো সাধারণ মানুষের। এবার সেই পুকুর রাবিশ দিয়ে ভরাট করার অভিযোগ উঠল বোলপুর রেলস্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আরও পড়ুন: বাদুরিয়ায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত কলেজ পড়ুয়া সহ ৩
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুরটি ধীরে ধীরে বুজিয়ে ফেলা হচ্ছে। রেল কর্তৃপক্ষ রাবিশ নিয়ে এসে ওই পুকুরে ফেলছে। ফলে পুকুর বন্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বোলপুর রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বোলপুর পরসভার চেয়ারম্যান।
সংবাদমাধ্যমকে চেয়ারম্যান পর্ণা জানান, বিষয়টি নিয়ে মহকুমাশাসক ও সমষ্টি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে কথা বলবো। রেলের সঙ্গেও আমরা কথা বলব। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী পুনরায় কীভাবে সেই পুকুরটিকে আগের পরিবেশে ফিরিয়ে দেওয়া যায়, তার ব্যবস্থা করব।
দেখুন আরও অন্যান্য খবর: