রায়গঞ্জ: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর (Patient Death Medical Negligence) অভিযোগে উঠল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Raiganj Government Medical College and Hospital) উত্তেজনা ছড়াল। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তির পরে চিকিৎসা হয়নি। চিকিৎসা না করে ফেলে রাখা হয়ছিল, যার জেরে ভর্তি করার দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয়েছে। এরপরই হাসপাতালে বিক্ষোভ (Raiganj Government Hospital Clash) দেখান রোগীর আত্মীয় পরিজনেরা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সহকারী সুপার।
এরই মধ্যে আবারও শিরোনামে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফের কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ঘটনার জেরে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবার ও পুলিশ সূত্রের খবর, মৃতার নাম শ্রিপ্রা পাল(২৫)। তার শ্বশুর বাড়ি করণদিঘি থানার ডুগিভিটার পালপাড়া এলাকায়। বাপের বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জে। পরিবার সূত্রের খবর, ওই গৃহবধূকে এদিন বিকেলে প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ,দু ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও ওই গৃহবধূকে সঠিক চিকিৎসা করা হয়নি। দেওয়া হয়নি স্যালাইনও। এছাড়াও গরমে ছটফট করলেও বারবার রোগীর পরিবারের তরফ থেকে ফ্যানের ব্যবস্থা করার কথা বললেও সেই সমস্যার সমাধান হয়নি এবং আইসিইউতে স্থানান্তর করার কথা বললেও আইসিইউতে ওই রোগীকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। রাত ১১ টা নাগাদ ওই রোগীর মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
আরও পড়ুন: একুশে জুলাই সভায় আসার পথে দুর্ঘটনার কবলে গাড়ি
মহিলার মৃত্যুর পরই রোগীর পরিবারের লোক ক্ষোভে ফেটে পড়ে। হাসপাতালের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করার কথা জানালেও এখনও পর্যন্ত কোথাও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে পুলিশ সূত্রে। প্রসঙ্গত গত মাসের শেষের দিকে চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। জুনিয়র চিকিৎসকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন রোগীর পরিজনেরা। যাকে ঘিরে আউটডোরে কয়েকদিন কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা।
অন্য খবর দেখুন