কুলতলি: হাসপাতালের মহিলা ওয়ার্ডে পুরুষদের দাপাদাপি। আরজি কর কাণ্ডে নিয়ে প্রতিবাদ যেখানে রাজ্য ছাড়িয়ে দেশ ছড়িয়ে পড়েছে, সেখানে ফের একবার এমন অভিযোগ। জানা গিয়েছে, ওয়ার্ডে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা বসেও থাকছেন আড্ডাও মারছেন ৷ প্রতিবাদ জানিয়েও কোনও সুফল পাচ্ছে না রোগীর পরিবার থেকে কর্মরত চিকিৎসকেরা ৷ এমনই ছবি ধরা পড়ল কুলতলি ব্লক হাসপাতালে ৷
শুধু মহিলা রোগীরাই নন, নিরাপত্তার অভাবে ভুগছেন কুলতলি ব্লক হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীরাও ৷ হাসপাতালে কোনও সিসিটিভি ক্যামেরা নেই৷ হাসপাতালের প্রবেশদ্বারে সিভিক পুলিশ মোতায়েন থাকলেও সবসময় তাঁদের দেখতে পাওয়া যায় না ৷ রোগীর সঙ্গেই জোর করে হাসপাতালে ঢুকে যান অনেকেই৷ রাতেও অচেনা অজানা মানুষের আনাগোনা লেগে থাকে হাসপাতালে৷ ফলে আতঙ্কে রয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে নার্স ও স্বাস্থ্য কর্মীরা ৷
আরও পড়ুন: পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ নেই খুনের, চাঞ্চল্যকর তথ্য
সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের একমাত্র চিকিৎসার অন্যতম ভরসার জায়গা কুলতলি ব্লক হাসপাতাল ৷ প্রতিদিনই দিন ও রাতে বহু মানুষই আসেন চিকিৎসা করাতে৷ বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর সঙ্গে একাধিক লোক আসেন৷ অনেক পুরুষই এসে মহিলা ওয়ার্ডে বসে বা শুয়েও থাকেন৷ মহিলা বিভাগের রোগীরাই জানাচ্ছেন তাঁরাও আতঙ্কিত৷ পুরুষদের বেরিয়ে যাওয়ার কথা বলা হলেও তাঁরা শোনেন না৷ আরজি করের মত ঘটনা ঘটার পরেও হাসপাতালে এইভাবে মহিলা ওয়ার্ডে অবাধে পুরুষদের প্রবেশে আতঙ্কিত সকলেই।
দেখুন আরও অন্যান্য খবর: