কলকাতা: গণনায় কারচুপি হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপির প্রতিনিধিদল। সোমবার একগুচ্ছ দাবি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায় কংগ্রেসের প্রতিনিধিদলও। লোকসভা নির্বাচনের গণনা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করে বঙ্গ বিজেপি। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (Election Commission) বলা হল, ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) চলছে শুরু হয়েছে। তাই আগামী ৪ সপ্তাহ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক। গণনায় অস্থায়ী কর্মী নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে। অভিযোগ জানানো হয়, রিটার্নিং অফিসাররা মানছেন না যে ক্যাজুয়াল স্টাফদের নিয়ে কাউন্টিং করানো যাবে না। প্রায় সব লোকসভা কেন্দ্রেই আছে ক্যাজুয়াল স্টাফ। যাদের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে অভিযোগ আছে তাদেরকেও গণনার কাজে ব্যবহার করা হচ্ছে। আইপ্যাকের লোকজনকে কাজে লাগানো হচ্ছে। কোন পুলিশ কর্মী কি ভাবে কাজ করছে সব তথ্য আসছে আমাদের কাছে। সাদা পোশাকের পুলিশ কর্মীদের মঙ্গলবার ঢোকানো হবে।
আরও পড়ুন: মঙ্গলবার শীর্ষ নেতাদের দিল্লি থাকার নির্দেশ ইন্ডিয়া জোটের
এদিকে ১৫ দফা দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ কংগ্রেস। কংগ্রেস প্রতিনিধিদলের অভিযোগ, গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে সিভিক পুলিশ থাকছে। কেন সিভিক পুলিশ নিরাপত্তায় রয়েছে সেই প্রশ্ন তোলে কংগ্রেস। গণনা কেন্দ্রে QRT রাখার দাবি জানায় কংগ্রেস। গণনা সুষ্ঠুভাবে হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিক কমিশন। গণনা ভেস্তে দেওয়ার পরিকল্পনা চলছে বলে আশঙ্কা কংগ্রেসের। বিরোধী রাজনৈতিক দলের গণনার এজেন্টকে প্রয়োজনে গণনা চ্যালেঞ্জ করার সুযোগ দিতে হবে। আরও অভিযোগ, এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
অন্য খবর দেখুন