কলকাতা: লোকসভা নির্বাচনে কোচবিহারের ময়দানে বাম-কংগ্রেসের(Left Congress Alliance) জোটভঙ্গ। বিমান বসু (Biman Basu) অনুরোধ উড়িয়ে দিয়ে কোচবিহার (Cooch Behar Loksabha) থেকে প্রার্থী প্রত্যাহার করল না কংগ্রেস। শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান কংগ্রেসকে অনুরোধ জানিয়েছিলেন কোচবিহার থেকে প্রার্থী প্রত্যাহার করে নিতে। কিন্তু শনিবার প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে গেল প্রার্থী করল না কংগ্রেস। অন্তত কোচবিহারের ক্ষেত্রে বাম-কংগ্রেসের জোটের আশা ভঙ্গ হল।
আরও পড়ুন: মহারাষ্ট্রের নির্বাচনী ময়দানে মুখোমুখি ননদ-বৌদি
সূত্রের খরব, কোচবিহার আসনে কংগ্রেসে প্রার্থী হিসেবে নাম পিয়া রায়চৌধুরীর নাম ঘোষণা করে। কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়ের নাম ঘোষণা করা হয়। কোচবিহার কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে বাম কংগ্রেস চাপানউতর চলছিল। বিমান বসু কংগ্রেসের কাছে এই আসন থেকে প্রার্থিপদ প্রত্যাহারের জন্য বারবার অনুরোধ করেন। শেষলগ্নে কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চলেছেন। শেষে সব ভেস্তে গেল। কারণ ১৯ এপ্রিল কোচবিহারে প্রথম দফার নির্বাচন। আর শনিবারই প্রথম দফা ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সেই আবেদন না করায় আবেদনপত্র বাতিল করল না কমিশন। আর তাতেই বামেদের আশায় জল ঢেলে গেল।
বাম-কংগ্রেসের জোট ভেস্তে যাওয়ায় পিয়া রায়চৌধুরীর নির্বাচনী এজেন্ট তথা তাঁর স্বামী বিশ্বজিৎ সরকার। তিনি জানান, জাতীয় কংগ্রেসের প্রার্থিপদ প্রত্যাহারের বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বা সিপিএমের শীর্ষ নেতৃত্ব সীতারাম ইয়েচুরির পক্ষ থেকে তাঁর কাছে কোনও রকম নির্দেশিকা আসেনি। তাই তাঁরা প্রার্থিপদ প্রত্যাহার করছেন না। ফলে কোচবিহারে বাম-কংগ্রেস জোট ভেস্তেই গেল।
দেখুন ভিডিও