বর্ধমান: আরজি কর মেডিক্যালের সেমিনার রুমে বহিরাগত থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কে নাম জড়িয়েছে অধীক দে নামক এক চিকিৎসকের। দাবি করা হচ্ছে, রহস্যজনক লাল জামা এই অধীক দে ছিল। যদিও পুলিশ প্রথমে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করেছিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় তাঁর সেই ছবি এখন ভাইরাল। এবার সেই অভীকের সঙ্গে বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের ছবি ভাইরাল। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
এ ব্যাপারে জানা গিয়ছে, অভীক দে, রাজ্য স্বাস্থ্য দফতরের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। যদিও এ বিষয়ে অভীকের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে স্বরাজ ঘোষের দাবি, তৃণমূল নেতা হওয়াতে তাঁর সঙ্গে যোগাযোগ ছিল। সেই সূত্রেই বিয়েতে যাওয়া সেখানেই ফটোশুট। এছাড়া মন্দিরেও গিয়েছিলাম একদিন, দেখা হয়েছিল সেখানে ছবি তুলেছিলাম। ছবি তোলা হতেই পারে। সমাজ মাধ্যমে ছড়াতেও পারে। যেহেতু বিচারাধীন বিষয় তাই এ ব্যাপারে বেশি কথা বলব না।
আরও পড়ুন: ১৩ বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ হাওড়া হাসপাতালে