বসিরহাট: ব্যবসায়ীর গোডাউনে নামি কোম্পানির নকল স্টিকার লাগিয়ে লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রিক উদ্ধার। বসিরহাট থেকে মিলল নৃত্যে প্রয়োজনীয় ভেজাল সামগ্রী। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার মাটিয়ার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁপাপুকুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এলাকারই এক ব্যবসায়ী হাফিজুল ইসলামের বাড়ির গোডাউন থেকে লক্ষ লক্ষ টাকার জাল নুন, চা পাতা, সার্ফ, শ্যাম্পু, মাথার তেল সহ একাধিক সামগ্রী উদ্ধার করেছে মাটিয়া থানার পুলিশ।
বেশ কয়েকদিন আগে বসিরহাট পুলিশের কাছে ওই কোম্পানির ম্যানেজাররা এসে অভিযোগ করেন যে, এইসব বাজারে আমাদের প্রোডাক্ট যা বিক্রি হচ্ছে সেগুলি আসল নয়। অর্থাৎ এলাকার কোনও এক ব্যবসায়ী সেটাকে জাল করে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এই অভিযোগ পাওয়ার পর বসিরহাট পুলিশ সুপার চিকিৎসক হাসান মেহেদি ও মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে শনিবার হানা দেয় চাঁপাপুকুর এলাকার ওই ব্যবসায়ীর দোকানে। সেখানে বেশকিছু সময় তল্লাশি চালানো পর জানতে পারে, ওই ব্যবসায়ীর বড় একটা গোডাউন আছে। তার নিজের বাসভবনে সেখানে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের। একে একে বহু নামিদামি সংস্থার নকল বিভিন্ন সামগ্রী গোডাউন ভরা রয়েছে। অবশেষে সেগুলি উদ্ধার হয়। গোডাউন মালিককে আটক করে বসিরহাট থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: বোমাবর্ষণে নিহত হিজবুল্লা প্রধান নাসরাল্লার, দাবি ইজরায়েলের