কলকাতা: ডায়মন্ড হারবার কেন্দ্রের (Diamond Harbor Lok Sabha) নির্বাচন বাতিল ঘোষণার দাবি করল সিপিএম। শনিবার ভোট শেষে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) সাংবাদিক বৈঠকে বলেন, ডায়মন্ড হারবারে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভাইপোকে জেতানোর জন্য পিসির পুলিশ যা খুশি করেছে। বিজেপির কোলে বসে নির্বাচন কমিশন ( Election Commission) তৃণমূলের ভোট করিয়েছে। সেলিম জানান, কাগজপত্র তৈরি করা হচ্ছে। প্রার্থী ভোট পর্ব শেষ হলে সিইওর কাছে সরকারিভাবে ভোট বাতিলের আবেদন জানাবেন। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও তোপ দাগেন।
আরও পড়ুন: কামারহাটি বিজেপি সম্পদকের উপর হামলার অভিযোগ
সেলিম বলেন, বহু বুথে বিরোধীদের এজেন্ট বসতে দেয়নি শাসকদলের গুন্ডা বাহিনী। দক্ষিণ কলকাতায় সিপিএম প্রার্থীকে অনেক বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসাররা রাজ্য সরকারের তল্পিবাহকের ভূমিকা গ্রহণ করেছেন অনেক জায়গায়। তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছিল, ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ। কিন্তু শান্তিপূর্ণ ভোট করতে কমিশন ব্যর্থ হয়েছে। বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটে (7 Phase LokSabha Election) হিংসা, ছাপ্পা, সন্ত্রাস, হুমকি সবই হয়েছে অবাধে। কমিশনকে তার দায় নিতে হবে। সিপিএম নেতা বলেন, আমরা আগেই বলেছিলাম, বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে। সপ্তম দফার ভোটে তা পরিষ্কার হয়ে গেল। আজ বিজেপিকে তো দেখাই গেল না।
অন্য খবর দেখুন