কলকাতা: হেলিকপ্টারে প্রচার করার এত টাকা তৃণমূল কোথা থেকে পাচ্ছে, প্রশ্ন তুলল সিপিএম। কপ্টারের পয়সা কে বা কারা দিচ্ছে, জানতে চায় তারা। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরেপক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে বামেরা। সোমবার শমীক লাহিড়ির নেতৃত্বের সিপিএমের এক প্রতিনিধিদল সিইও দফতরে যায় রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাবের সঙ্গে দেখা করতে। তাঁরা কমিশনকে স্মারকলিপিও দিয়েছে।
সিইও দফতরে সিপিএমের অভিযোগ, যাত্রীবাহী অটো এবং অন্যান্য গাড়িতে শাসকদলের নির্বাচনী প্রচার চালানো হচ্ছে। তাঁরা জানান, দশ বছর একই পদে রয়েছেন, এখনও এমন অনেক অফিসারকে ভোটের দায়িত্বে রেখে দেওয়া হয়েছে। তিন বছর পর এক মাস অন্যত্র সরিয়ে আবার পুরনো পদে ফিরিয়ে আনা হয়েছে, এমন অফিসারের নাম দিয়ে কমিশনে অভিযোগ জানানো হয়েছে।
আরও পড়ুন: ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, জেনে কোন কোন জেলায়
এদিকে দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিইও দফতরে এদিন বৈঠক হয়। ওই দফায় দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট হবে ২৬ এপ্রিল। তার জন্য ২৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।
দেখুন আরও অন্যান্য খবর: