কামারহাটি: টাকা চেয়ে না পাওয়ায় দোকানে ঢুকে দাদাগিরির অভিযোগ। অভিযোগের তির কামারহাটি পুরসভার ৩১ নন্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন আচার্য্যের বিরুদ্ধে। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। আতঙ্কিত দোকানদার। বেলঘরিয়া থানার অভিযোগ দায়ের। তোলার টাকা না পাওয়ায় দোকানে ঢুকে কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের। আতঙ্কিত দোকানদার। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। অভিযোগের তির কামারহাটি পুরসভার ৩০ নন্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্য্যর দিকে। সমস্যার সূত্রপাত হয় সোমবার ৩১ নন্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দন নগর বটতলা এলাকায়। আচমকাই দোকানে ঢুকে ১০ হাজার টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন দোকানের মালিক উজ্জ্বলা দাস। এরপরই দোকান বন্ধের নির্দেশ দেওয়ার অভিযোগ কাউন্সিলর তপন আচার্য্যর বিরুদ্ধে।
গোটা বিষয়ে লিখিত অভিযোগ জানাতে গেলে প্রথমে তা নিতে অস্বীকার করে বেলঘরিয়া থানা। পরবর্তীতে তদন্তের আশ্বাস প্রশাসনের। পাশের ওয়ার্ডের কাউন্সিলরের শাসানোর ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন দোকানদার। ওই বিষয়ে কামারহাটি পুরসভার কাউন্সিলর তপন আচার্য্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন। বিগত ৪০ বছর ধরে ওই স্টেশনারি দোকান চালিয়ে সংসার চালান স্থানীয় বাসিন্দা উজ্জ্বলা দাস। মা-ছেলের অভাবের সংসার চলে যায় তাতেই। কাউন্সিলরের এহেন দাদাগিরিতে আতঙ্কিত গোটা এলাকা।
আরও পড়ুন: দলের হাল ধরতে অভিষেককেই দরকার, পোস্ট ঘিরে জল্পনা