দুর্গাপুর: কর্মরত অবস্থায় এক ঠিকা শ্রমিকের (Labour) মৃত্যু (Death) ঘিরে চাঞ্চল্য কারখানা চত্বরে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর (Durgapur) গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানায়। জানা গিয়েছে, মৃত ঠিকা শ্রমিকের নাম তপন ঘোষ। দুর্গাপুর নামোসাগর ভাঙ্গার বাসিন্দা ছিলেন ওই শ্রমিক।
সূত্রের খবর, এদিন সকালের শিফটে কারখানায় কাজে যোগ দিয়েছিলেন তপন ঘোষ। এরপরেই কারখানার ভিতরে ভারী এক পাইপ তার উপরে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়য় ওই শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শ্রমিকের পরিবারে।
আরও পড়ুন: সুড়ঙ্গের উদ্ধারকাজের পাইপ গেল বর্ধমান থেকে
এদিকে, ঠিকা শ্রমিকের পরিবারকে ১৩ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে।
দেখুন আরও অন্য খবর