নয়াদিল্লি: জামিন পেলেন অনুব্রতের মেয়ে সুকন্যা। দিল্লি হাইকোর্টের রায়ে মুক্তি পাবেন তিহার থেকে। গরু পাচার কাণ্ডে ও বেআইনি অর্থ উপার্জনের অভিযোগে ২০২৩ সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা মণ্ডল।
দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর প্রায় ১৫ মাস আগে গত বছরের এপ্রিলে সুকন্যাকে গ্রেফতার করা হয়। তার প্রায় সাড়ে আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। তার পর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন মেয়ে। ইডি দাবি করেছিল, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছেন।
সুকন্যা জিজ্ঞাসাবাদে জানান, সম্পত্তি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারবেন। যদিও এই মণিশ কোঠারিও এখন ইডি হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: সঙ্কটজনক সীতারাম ইয়েচুরি