বাঁকুড়া: বাঁকুড়ায় ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি। চলতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭০০, মৃত্যু হয়েছে দু’জনের। ঠিক পুজোর মুখে বাঁকুড়া জেলায় বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছর এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। এর মধ্যে ওন্দা ব্লকের পুনিশোল গ্রামেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫০। বাঁকুড়া মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। মৃত্যু হয়েছে দুজনের। যদিও একজনের মৃত্যুর কথা স্বীকার মেডিক্যাল কর্তৃপক্ষের।
পুজোর ঠিক মুখেই বাঁকুড়ায় ডেঙ্গির বাড়বাড়ন্ত। জেলার কমবেশী সব ব্লকেই দেখা যাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তবে মারাত্মকভাবে আক্রান্তের লাগাম ছাড়িয়েছে ওন্দা ব্লকের পুনিসোল গ্রামে। এই গ্রামের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। বাঁকুড়া মেডিক্যালে এই মুহুর্তে ভর্তি করা হয়েছে ১৯ জনকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুজন ব্যাক্তির মৃত্যু হয়েছে। ডেঙ্গিতে একজনের মৃত্যুর কথা স্বীকার করলেও আর একজনের ডেঙ্গিতে কিনা, তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নয়। তবে দুজনের কিডনি সমস্যা ছিল বলেও জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দেখুন আরও অন্যান্য খবর: