কলকাতা: নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হল বঙ্গোপসাগরে (Bay of Bengal)। উত্তর আন্দামান সাগরে আজ শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে সোমবার নাগাদ। উত্তর, পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা।
নিম্নচাপের জেরেই রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal)। আজ বিক্ষিপ্তভাবে দু’ এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। রবিবার ২২ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
আরও পড়ুন: পড়াশোনা কোথা থেকে? সরকারি আধিকারিককে ধমক মন্ত্রীর
শনিবার মূলত পরিষ্কার আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গে (North Bengal) আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশ।
কলকাতায় (Kolkata) শনিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু’ এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বাড়বে রবিবার ও সোমবার। সকালে পরিষ্কার হলেও বেলা বাড়লে আংশিক মেঘলা হবে আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেশি হবে।
দেখুন অন্য খবর: