ঘাটাল: অডিও-কাণ্ডের (Viral Audio) জল আরও গড়াল। এবার ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করছেন। শনিবার দেব বলেন, আজই এফআইআর করব। বিজেপি ভোটে জেতার জন্য যা খুশি, তাই করে চলেছে। এই সব জাল অডিও যারা বাজারে ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। রাজনীতিতে কটূ কথা বলা বা আজেবাজে ভিডিও, অডিও ভাইরাল করা বিজেপির (BJP) অভ্যাস হয়ে গিয়েছে।
দুদিন আগেই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিও রেকর্ড শেয়ার করেন। সেই অডিওতে শোনা যায়, এক মহিলা কোনও এক ব্যক্তিকে ফোন করে অভিযোগ করছেন, চাকরির জন্য তাঁর কাছ থেকে ৯ লক্ষ টাকা নেওয়া হয়েছে। টাকা নিয়েছেন রাম মান্না বলে একজন। কিন্তু সেই চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইছেন তিনি। ওই ব্যক্তির কিছু কথাও শোনা দেব বলে দাবি করা হয় (যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল)। কল রেকর্ডকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে ঘাটালে। এবার সেই ভাইরাল অডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা দেব (Dev)।
আরও পড়ুন: মহারাজদের একাংশ সর্বনাশ করছে, বড় অভিযোগ মমতার
শনিবার পাঁশকুড়ায় ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারি (Deepak Adhikari) ওরফে দেব ভাইরাল অডিও নিয়ে বলেন, অনেক সহ্য করেছি, আর নয়। যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের চিহ্নিত করা দরকার। দেব আরও বলেন, হিরণ-সহ যাঁরা ভোটে জেতার জন্য ঘৃণ্য রাজনীতি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জনসাধারণের উদ্দেশে অভিনেতার আবেদন, বিজেপি, সিপিএম, তৃণমূল যে দলেরই নেতা হোক না, ভুয়ো কথা হোক বা উল্টোপাল্টা কথাবার্তা কেউ শুনবেন না।
অন্যদিকে এই অডিও বিতর্কের মাঝেই রোজভ্যালি মামলায় (Rose Valley Case) নাম জড়িয়েছে দেবের। রোজভ্যালি মামলায় যে চার্জশিট পেশ করছে সিবিআই (CBI) তাতে অভিযুক্ত হিসাবে প্রথমেই নাম উঠে এসেছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালির চূড়ান্ত চার্জশিটে নাম রয়েছে দেবের। রোজভ্যালির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ প্রসঙ্গে দেবের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনিও স্বীকার করেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেব বলেন, হ্যাঁ অভিনেতা হিসাবে পারফর্ম করেছিলাম, অনেকেই করেছেন তাতে সমস্যা কোথায়? অনেকেই ছিলেন সেই সময়, এই ঘটনা আজকের নয়। আর এই নিয়ে তাঁর কাছে কোনও নোটিস আসেনি বলেও দেব জানান।
আরও খবর দেখুন