কলকাতা: অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথের মন্দির (Jagannathdeb Mandir Digha)। বুধবার দীঘা মন্দির পরিদর্শনের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, তিন মাসের মধ্যেই মন্দিরের কাজ সম্পন্ন হবে। নিমকাঠের জগন্নাথের মূর্তি তৈরি হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথের মন্দির। মন্দির উদ্বোধনের ৪৮ ঘণ্টা পর শুরু হবে পুজো। এবার থেকে রথযাত্রা দীঘায় জগন্নাথ মন্দির থেকে শুরু হবে। মন্দিরের মূল দরজায় থাকবে চৈতন্যদেবের মূর্তি। পুরীর জগন্নাথের মন্দিরে যেমন খাজা পাওয়া যায়, তেমনি দীঘার জগন্নাথ মন্দিরে মিলবে গজা। জগন্নাথ দেবের জন্য সোনার ৫ লক্ষ টাকার ঝাড়ু দেবেন, জানালেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, মন্দির পরিচালনার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে গঠন করা হল ট্রাস্ট।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব ঠিক করেছিলাম। এই কাজে সরকারি আধিকারিকেরা আমরা সঙ্গে ছিলেন। তিন বছর পর সেই কাজ শেষ হল। মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে সারা ভারতের পর্যটক এবং ভক্তদের আলাদা করে নজর কাড়বে। মুখ্যমন্ত্রী পরীর মন্দিরের সঙ্গে দীঘার মন্দিরের তুলনা টানতে নারাজ। বলেন, পুরীর মন্দির রাজাদের আমলে তৈরি এটা সরকার করেছে। ভোগঘর, স্টোর রুম, গেস্ট রুম আলাদা আছে। সেল্ফ হেল্প গ্রুপের মেয়েদের ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে।
আরও পড়ুন: ডোমকলে রহস্যময় বিস্ফোরণ! তদন্তে নামল ফরেনসিক টিম
মুখ্যমন্ত্রী বলেন, মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড তৈরি করা হয়েছে। ওই পরিষদে থাকবেন ১৩ জন সদস্য। তার মধ্যে থাকছেন পুরীর মন্দিরের পাঁচ জন, সনাতনী প্রতিনিধি হিসাবে চার জন এবং চার জন স্থানীয় পুরোহিত। ট্রাস্টির নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব। সদস্যদের মধ্যে থাকছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন ও সনাতন ধর্মের প্রতিনিধি এবং দিঘার জগন্নাথের মন্দিরে যিনি পুজো করেন, তিনি। মুখ্যমন্ত্রী জানান, ট্রাস্টি বোর্ডে তিনি থাকছেন না।
দেখুন ভিডিও