
কোচবিহার: গত ১৯ মার্চ দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক (Nishith Pramanik) ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) সংঘর্ষ (Dinhata Clash) ও দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের আহত হওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। কোচবিহার জেলা পুলিশ সুপার সূত্রে জানানো হয়েছে ধৃতদের নাম আলামিন শেখ এবং জনাব আলি। তাদের মধ্যে আল-আমিন শেখকে গ্রেফতার করা হয়েছে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকে মারধরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের হওয়া স্বপ্রণোদিত মামলার ভিত্তিতে। অপরদিকে জনাব আলি নামে দিনহাটা শহরের অপর একজনকে গ্রেফতার করেছে তৃণমূলের পক্ষ থেকে দায়ের হওয়া মামলার ভিত্তিতে।
১৯ এপ্রিল লোকসভা ভোট (Lok Sabha Election 2024 ) জলপাইগুড়ি, কোচবিহার, আলুপুরদুয়ারে। ভোটের (Lok Sabha Election 2024 ) প্রথম দফার আগে কোচবিহারের দিনহাটায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন (Election Commission )। জেলাশাসকের কাছ থেকে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তারা। বৃহস্পতিবার দুপুরে ই-মেল করে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনকে। রিপোর্ট খতিয়ে দেখে কমিশন পরবর্তী পদক্ষেপ করবে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ কমিশন। দিনহাটার ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসও আলাদা করে রিপোর্ট চেয়েছেন।
আরও পড়ুন: অধীর গড়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের অপেক্ষায় বহরমপুর
উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি দিনহাটা পাঁচ মাথার মোড়ে কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রীর সমর্থক এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। গন্ডগোলের জেরে বাকবিতন্ডায় পড়েন স্বয়ং দুই মন্ত্রী। ঘটনায় মাথায় গুরুতরভাবে আঘাত পান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র। আর তারপরেই দিলাটা থানা পুলিশের পক্ষ থেকে একটি স্বপ্রণোদিত মামলা করা হয়। এবং অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রধান অভিযুক্ত করে মোট ৪৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। আর সেই সব মামলার ভিত্তিতেই পুলিশ এই দুইজনকে গ্রেফতার করে।
দেখুন ভিড়িও