কলকাতা: একদিকে ভারী বৃষ্টি অন্যদিকে ধস, যার জেরে বির্পযস্ত দার্জিলিংয়ের জনজীবন। বেহাল হচ্ছে দার্জিলিংয়ের অবস্থা। পুজোর আগে টানা বৃষ্টি ও ধস দুর্যোগের কারণেই চিন্তা বাড়ছে পর্যটকদের। পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিনও দার্জিলিংয়ে (Heavy Rain In Darjeeling) বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ে বেশকয়েকটি জায়গায় ধস (Landslide Darjeeling) নেমেছে। এমনকী জলের তোড়ে ভেসে গিয়েছে সেতু। তার জের দার্জিলিং শহরের সঙ্গে বিজনবাড়ির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন দার্জিলিং পাহাড়ে প্রবল বৃষ্টি হয়েছে। যার ফলে ধস নেমেছে একাধিক জায়গায়। শিলিগুড়ি-দার্জিলিং রুটে জোড়বাংলোয় ধস নামায় ৫৫ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভারী বৃষ্টিতে দার্জিলিং পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক রাস্তায় বন্ধ গাড়ি চলাচল। বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। দার্জিলিং রক গার্ডেন যাওয়ার রাস্তায় ধস নেমে যানচলাচল বন্ধ হয়ে যায়। সিমটাংয়ে ধসের নেমেছে বসে জানা গিয়েছে। সিমটাং সেতুর মাধ্যমে চা-বাগান থেকে বিজনবাড়ি ও দার্জিলিংয়ের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছিল। ছোট রঙ্গীত নদীর সেতুটির ওপর দিয়ে বৃহস্পতিবার থেকে জল বইতে শুরু করে এর ফলে ভেসে গিয়েছে সেতুর একাংশ। সেতু ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: বঙ্গোপাসাগরে নিম্নচাপ, পুজোয় বাদ সাধবে বৃষ্টি?
অন্যদিকে সামনেই পুজো। পুজোর সময় বাঙালির ডেস্টিনেশন দার্জিলিং ও তার সংলগ্ন এলাকা। কিন্তু এবার বারী বৃষ্টিতে বেহাল দশা পাহাড়ের। পুজোর মরশুমে এই পরিস্থিতি পাহাড়ের পর্যটন ব্যবসায় প্রভাব পড়বে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরা। কিন্তু বৃষ্টি আর ধসের জেরে বিপর্যস্ত পাহাড়, দার্জিলিংয়ে আসবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্য খবর দেখুন