কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযান (Nabanna Abhijan)-কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ এবং মহাত্মা গান্ধী রোডে মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি বাঁধে অভিযানকারীদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জল কামান, কাঁদানে গ্যাস চালাতে বাধ্য হয় পুলিশ। পাল্টা পুলিশের দিকে উড়ে আসে ইট-পাটকেল, বোতল ইত্যাদি।
মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে ‘পুলিশি সন্ত্রাস’-এর অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি (BJP)। বঙ্গ বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই জেলায় জেলায় পথ অবরোধ করতে শুরু করে বিজেপি কর্মীরা। অবরোধের জেরে ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা।
আরও পড়ুন: গ্রেফতার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ী
শিয়ালদহ ও হাওড়া শাখায় ব্যাহত হয়েছে একাধিক ট্রেন পরিষেবা। শিয়ালদহ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ করেছে বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে। ফলে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকেই ওই লাইনের একাধিক স্টেশনে ভিড় রেল যাত্রীদের। ট্রেন না পেয়ে অনেকেই সড়কপথে রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যের উদ্দেশে। তৈরি হয়েছে ব্যাপক যানজট। ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।
অন্যদিকে, হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল আটকে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকেরা। রেললাইনে শুয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকেরা। হাওড়া শাখার কোন্নগর স্টেশনেও রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। যার জেরে ব্যাহত হয়েছে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর সহ বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবাও। কৃষ্ণনগর রেল স্টেশনেও অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকেরা। ট্রেনের সামনে বিজেপির পতাকা হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় বনধ সমর্থকেরা।
আরও খবর দেখুন