মালদহ: বিডিওর দাদাগিরি। হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হবিবপুরের বুলবুল চণ্ডি আর এন রায় হাসপাতালে। হবিবপুরের বিডিওর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই চিকিৎসকের।
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে বুলবুলচণ্ডি আর এন রায় গ্রামীণ হাসপাতালে যান। কর্তব্যরত চিকিৎসক রোগীকে জরুরী বিভাগে আনতে বললে সেই সময় বিডিও চিকিৎসককে বাইরে এসে রোগীকে দেখতে বলেন। চিকিৎসক বলেন, আগে জরুরি বিভাগে রোগীকে দেখা দরকার, তা নাহলে চিকিৎসা করা সম্ভব না। এই কথা শুনে ওই চিকিৎসককে বিডিও মারধর করতে শুরু করে বলে অভিযোগ। চিকিৎসকের আঙুলে লাগে বলে অভিযোগ।
আরও পড়ুন: আর জি করে মৃত ছাত্রীর বাবা-মার সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
মার খাওয়ার পরেও বিডির অসুস্থ স্ত্রীর চিকিৎসা করেন ওই চিকিৎসক। বিডিওর স্ত্রী কিছুটা সুস্থ বোধ করলে তিনি বাড়ি যেতে চান। চিকিৎসক তাঁকে ছুটি দিলে যাওয়ার সময় তিনি এই ঘটনার জন্যে দু:খপ্রকাশ করেন। এবং তাঁর স্বামীকে দু:খ প্রকাশ করতে বলেন। কিন্তু সেই সময় বিডিও আবার চিকিৎসককে হুমকি এবং বদলি করার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। এরপরে চিকিৎসক বিএমওএইচকে সমস্ত ঘটনা জানিয়ে রাখার পাশাপাশি হবিবপুর থানায় ওই বিডিওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
দেখুন আরও অন্যান্য খবর: