skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollএবার অনুদান ফেরাল দুর্গাপুরের এক পুজোকমিটি
Durga Puja Grant

এবার অনুদান ফেরাল দুর্গাপুরের এক পুজোকমিটি

Follow Us :

দুর্গাপুর: দুর্গাপূজোয় রাজ্য সরকারের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল দুর্গাপুরের বিধাননগরের এক পুজো কমিটি। রাজ্য সরকারের পুজোর অনুদান নিতে অস্বীকার করে জেলা প্রশাসনকে চিঠি দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিংয়ের এক পুজো কমিটির। আরজিকরের বিচারের দাবিতে সোচ্চার ওই হাইসিংয়ের সদস্যরা। নির্যাতিতার বিচার মেলেনি এখনও পর্যন্ত। তাই রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে চিঠি দিল দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি।

৪৫টি সমবায়ের সংখ্যাগরিষ্ঠ সদস্য পরপর তিনবার মিটিং করে এই টাকা নিতে রাজি নয় বলে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি দেওয়া হয়েছে। এবার পুজোয় সবরকম অনুষ্ঠান বাতিল ও পুজোতে কোনও জলসা বা অন্য কোনও আয়োজন থাকছে না বলেও জানানো হয়েছে। একটাই দাবি, বিচার পাক নির্যাতিতা। দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং সমবায় সমিতির দুর্গাপুজো রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা পাচ্ছিল। এবার ছিল দ্বিতীয় বছর।

আরও পড়ুন: তালিকায় যাঁদের নাম নেই, তাঁরাও পাকা বাড়ি পাবেন, ঘোষণা মমতার

RELATED ARTICLES

Most Popular