কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের (Barik Biswas) রাজারহাটের (Rajarhat) বাড়ি সহ, বারাসত (Barasat), বসিরহাটের (Basirhat) একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। সকাল থেকে ইডির আধিকারিকরা ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন।
আরও পড়ুন: লাগাতার রেল দুর্ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার
এর আগে সোনা পাচার, গরু পাচার এবং কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল বারিক বিশ্বাসের। ২০১৪ সালে সোনা পাচার মামলায় গ্রেফতারও হন তিনি। এবার রেশন বণ্টন দুর্নীতিতেও (Ration Distribution Scam) নাম জড়াল। ইডির আধিকারিকরা মনে করছেন রেশন বণ্টন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা সোনা এবং ইটভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিল বারিক বিশ্বাস।
জানা গিয়েছে, রেশন দুর্নীতির সঙ্গে বারিকের যোগাযোগ কতটা তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। দুর্নীতির টাকা তাঁর কাছে এসেছে কি না, কালো টাকা সাদা করায় তাঁর ভূমিকা আছে কি না, এই সবই খতিয়ে দেখা হচ্ছে। বারিকের ব্যাঙ্কের নথিপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
দেখুন অন্য খবর: