নামখানা: উদ্ধার হওয়া আটজন মৎস্যজীবীর দেহ নিয়ে আসা হল নামখানার হরিপুর ঘাটে। একে একে দেহগুলি নৌকা থেকে স্থলভাগে তোলা হচ্ছে। হরিপুর ঘাটেই দেহগুলি শনাক্তকরণ করা হবে। তার পরেই দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে। হরিপুর ঘাটে এসে উপস্থিত হয়েছে মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। সজন হারানোর কান্নায় ভেঙে পড়েছে মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। উপস্থিত রয়েছেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও সহ বিশাল পুলিশ বাহিনী।
ট্রলারের কেবিনের ভিতর থেকে সব মিলিয়ে আটজন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। বাকি নিখোঁজ একজন মৎস্যজীবী সমুদ্রে তলিয়ে গিয়েছে বলে অনুমান মৎস্যজীবী সংগঠনের। হরিপুর খেয়া ঘাটে সুন্দরবন পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। হরিপুর ঘাটে ভিড় জমিয়েছে বহু মানুষজন। অন্যদিকে সজন হারানোর কান্নায় ভেঙে পড়েছে মৃত মৎস্যজীবীদের পরিবারের লোকজনেরা।
আরও পড়ুন: জলমগ্ন বাড়ি, সেখানেই বই-খাতা, কীভাবে পরীক্ষা দেবে, ভারাক্রান্ত পড়ুয়ারা
দেখুন আরও অন্যান্য খবর: