কলকাতা: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) আরও ৫ আসনে প্রার্থী (CPM Candidate List) ঘোষণা করল বামেরা। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিল বামেরা । শুক্রবার ডায়মন্ডহারবার সহ পাঁচ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। প্রার্থীতালিকায় রয়েছে নতুন মুখ। ডায়মন্ড হারবারে অভিষেকের (Abhishik Banerjee) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাম প্রার্থী প্রতিকুর রহমান (Left candidate Pratikur Rahman)। ব্যারাকপুর থেকে লড়বেন সিপিএম প্রার্থী ও অভিনেতা দেবদূত ঘোষ (Debdut Ghosh )। বসিরহাটে সিপিএম প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ঘাটাল থেকে লড়বেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়। বারাসত থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষের।
আরও পড়ুন:বিজেপি বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক, চ্যালেঞ্জ মমতার
যদিও ডায়মন্ডহারবার আসন নিয়ে বাম ও আইএসএফের মধ্যে সমঝোতার কথা চলছিল। সিপিএম ও কংগ্রেস বলেছিল ওই কেন্দ্রে যদি আইএসএফ প্রার্থী দিলে তারা প্রার্থী দেবে না। সেই জন্য প্রার্থীর নাম ঘোষণা করতে সময় নিয়েছে দুই দল। সেই জোট ভেস্তে গিয়েছে। গতকালই ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। প্রার্থী করা হয়েছে মজনু লস্কর। আইএসএফ জোট না হওয়ার দায় সিপিএমের উপর চাপিয়েছে।
অন্য খবর দেখুন