রায়গঞ্জ: রায়গঞ্জের জেলাশাসক রায়গঞ্জ পুরসভা এলাকায় বেশ কিছু সিসিটিভি বন্ধ রাখা নির্দেশ দিয়েছেন। কী করে এই নির্দেশ দেন তিনি। সোমবার এমনই প্রশ্ন তুলল বিজেপি। উত্তর দিনাজপুরের জেলাশাসক রায়গঞ্জ মিউনিসিপাল এলাকায় বেশ কিছু সিসিটিভি বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ আসে। এরই প্রতিবাদে ময়দানে নাম বিজেপি।
ইতিমধ্যে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিজেপি নেতৃত্বরা। এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। কমশন সূত্রে খবর, অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রেলের ফুটপাত উচ্ছেদকে ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
দেখুন আরও অন্যান্য খবর: