কলকাতা: সোমবার ২০ মে দেশজুড়ে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন (5 Phase LokSabha Election 2024 )। এই দফায় রাজ্যের ৭টি কেন্দ্র-সহ মোট ৪৯টি আসনে রয়েছে ভোট। অমেঠী ও রায়বরেলির মতো আসনে প্রেস্টিজফাইট রয়েছে এই পঞ্চম দফাতেই। সবমিলিয়ে ৬ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। এই দফায় রাজ্যের হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ ও ব্যারাকপুর। সকাল ৯টা পর্যন্ত বারাকপুরে ভোট পড়ল ১৪.৭৪ শতাংশ। হুগলিতে ১৪.০১ শতাংশ, হাওড়ায় ১৪.২ শতাংশ, বনগাঁয় ১৫.২১ শতাংশ, শ্রীরামপুরে ১৪.৪৩ শতাংশ, আরামবাগে ১৬.৩১ শতাংশ ভোট পড়ল। বাংলার সাত কেন্দ্রের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ভোটের হারে এগিয়ে উলুবেড়িয়া। সেখানে ভোট পড়েছে ১৭.২৫ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত বাংলায় ১৫.৩৫ শতাংশ ভোট পড়েছে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে। দেশের মধ্যে এখনও পর্যন্ত বাংলাতেই সবচেয়ে বেশি ভোটের হার।
সকাল ৯টায় অভিযোগের পাহাড় জমা পড়ল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। প্রথম দু’ঘণ্টায় মোট ৪৭১টি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে(Election Commission)। এর মধ্যে তৃণমূল ৩০, বিজেপি ২২ এবং সিপিআইএম ২৫টি অভিযোগ জমা দিয়েছে। এনজিআরএস-এর মাধ্যমে ৩০০, সি ভিজিলের মাধ্যমে ৯৯, এবং সিএমএস-এর মাধ্যমে ৭২টি অভিযোগ জমা পড়েছে। সকাল থেকে তীব্র গরমকে উপেক্ষা করে ভোটারা স্বর্তস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশ নিয়েচ্ছেন।
আরও পড়ুন:শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরাল কমিশন
সোমবার পঞ্চম দফার ভোটে সকাল থেকেই ময়দানে লকেটে, রচনা. দীপ্সিতা ধর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের হেভিওয়েট প্রার্থীরা। সকাল থেকেই বিক্ষিপ্ত ‘অশান্তি’র খবর উঠে এসেছে বিভিন্ন এলাকা থেকে। কোথায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তো কোথায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। লিলুয়ার ভারতীয় স্কুল ১৭৬ নম্বর বুথে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ। হাওড়ার লিলুয়াতে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ। এই আবহে অরূপ রায় বলেন, পুলিশ আইন মেনে ব্যবস্থা নেবে। আরামবাগের ভাটার মোড়ে ১০১ এবং ১০২ নম্বর বুথে বহিরাগতদের প্রবেশের অভিযোগ। স্বরূপনগর বিধানসভার নবাবকাটি মোড়ল পাড়া এলাকায় ভোটারদের কোপ মারার অভিযোগ উঠল। বিজেপি সমর্থিত ভোটারদের উপর হামলার অভিযোগ।
অন্য খবর দেখুন