মালদহ: পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে যাঁদের ঘরে আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা আশ্রয় নিয়েছিলেন, আতঙ্কে রয়েছেন তাঁরা। পুলিশকে আশ্রয় দিয়েছেন বলে পরবর্তীতে তাঁদের উপরেও হামলা হতে পারে এই আশঙ্কায় পুলিশে নিরাপত্তার দাবি জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা।
সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে গৃহকর্ত্রী অঞ্জুমনারা বেওয়া ও তাঁর পুত্রবধূ পিউ ইয়াসমিন বলেন, রক্তাক্ত অবস্থায় আইসিকে আমরা ঘরের মধ্যে আশ্রয় দিই। এরই মধ্যে বাইরে থেকে ইট পাটকেল বাঁশ দিয়ে অত্যাচার চলে আমাদের ঘরের উপর। এই সময় পুলিশ কর্মীরা ছাড়াও পরিবারের ৪ সদস্য সহ তিনজন শিশু ঘরের মধ্যেই ছিলেন। ইটের আঘাতে আমার আট মাসের শিশু আহত হয়। পরবর্তীতে দেখতে পাই পেট্রোল ঢেলে আমাদের ঘরে আগুন লাগানোর চেষ্টা করছে ক্ষিপ্ত জনতা। সেই সময় আমাদের বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।
আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, রাজভবনের পাঠানো হল ফাইল
পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বহু পুলিশ বাহিনী পৌঁছে তাদের উদ্ধার করলেও আমাদের ঘরের বিভিন্ন সামগ্রি ভেঙে চুড়মার করে দিয়েছে। আমাদেরও মারধর করবে বলে হুমকি দিচ্ছে তারা। তাই আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা চাই আমাদের নিরাপত্তা এবং ক্ষতিপূরণ দিক।
দেখুন আরও অন্যান্য খবর: