জলপাইগুড়ি: সবেমাত্র জমিতে ধানের চারা রোপন করা হয়েছে। তাতেই শুরু হয়েছে হাতির হানা। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছে কৃষকেরা। মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবারি এলাকার কৃষকেরা রীতিমতো হাতির হানায় দিশেহারা।
সোমবার রাতেও একপাল বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় এলাকার প্রায় ১০-১২ বিঘা জমির ধান খেত। এলাকায় হাতির হানা রুখতে ওয়াচ টাওয়ার নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু আজ পর্যন্ত হয়নি সেই ওয়াজ টাওয়ার। পাশাপাশি বনদফতরের কর্মীদের নিয়মিত টহলদারি হয় না বলে অভিযোগ বাসিন্দাদের।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ
সোমবার রাতে ৮-১০টি হাতির একটি দল বড়োদিঘি চা বাগান হয়ে ঢুকে পশ্চিম বাতাবারি এলাকায়। এলাকার ধানক্ষেত তছনছ করে দেয়। বেশ কয়েকটি সুপারি গাছ সহ বাঁশ বাগানেও হামলা চালায় হাতির দল। রাতেই অবশ্য হাতির দলটি বড়দিঘি চা বাগান হয়ে ফের লাটাগুড়ি বনাঞ্চলে চলে যায়। এলাকার কৃষকেরা বলেন, সবেমাত্র জমিতে ধানের চারা রোপন করা হয়েছে। এখনই জমিতে হাতির পাল এসে হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি চলতেই থাকলে ধান ঘরে তোলা মুশকিল হয়ে যাবে। এলাকায় হাতির হানা রুখতে বনদফতরের তরফে নিয়মিত টহলদারি করা সহ এলাকায় ওয়াচ টাওয়ার তৈরির দাবি জানিয়েছেন বাসিন্দারা। বনদফতরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।