কাটোয়া: শাড়ির দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক। ব্লাউজ পাল্টাতে গেলে চিকিৎসককে মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে। আহত হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন চিকিৎসক। বুধবার ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরে স্টেশন রোডের একটি শাড়ির দোকানে।
জানা গিয়েছে, কাটোয়া মহাকুমা হাসপাতালের চিকিৎসক সোফিয়া তাখেলারবাম কয়েকদিন আগে ওই দোকান থেকে বেশকিছু শাড়ি ও ব্লাউজ কেনেন। গতকাল বিকেলে দুটি ব্লাউজ পাল্টাতে গেলে, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ। তাঁর আরও অভিযোগ, দোকান মালিকের স্ত্রী নয়নমণি বৈরাগ্য চিকিৎসককে গালিগালাজ করে ও মারতে শুরু করেন। এমনকী তাঁকে দোকানের মধ্যে ফেলে চলে চর, লাথি, ঘুষি। একটি আঙ্গুলও ভেঙে দেয়া হয় বলে অভিযোগ। পরিবারের লোকেরা খবর পেয়ে আহত চিকিৎসককে নিয়ে আসে কাটোয়া মহকুমা হাসপাতালে।
আরও পড়ুন: প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
চিকিৎসকের স্বামী কাটোয়া থানায় ওই দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই দোকান মালিক পুরো বিষয়টি স্বীকার করে জানান, যে ঘটনাটি ঘটেছে তার জন্য তিনি দুঃখিত।