কোলাঘাট: কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের ইঞ্জিন গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেতে বেগ পেতে হয় কর্মীদের। রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাটের পয়াগ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। দীর্ঘদিন ধরে ওই গ্রামের বেশ কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত। এদিন রাত ১০টা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় এলাকায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। জানা গিয়েছে, একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। রাতে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: স্বাভাবিক ছন্দে শিয়ালদহে ট্রেন চলাচল!
দমকল আসলেও তখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি আগুন। স্থানীয় সূত্রে দাবি, এখনও এলাকায় বাজি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দশ জনের বেশি জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।