Placeholder canvas
Homeরাজ্যহাওড়ায় প্লাস্টিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাওড়ায় প্লাস্টিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে

কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে হাওড়ার (Howrah) ঘুসুড়ির প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন (Fire) লাগে। যেহেতু এলাকা অত্যন্ত ঘিঞ্জি, তাই প্রবল আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। তবে, বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ২২০, নস্করপাড়া রোড। এখানেই মঙ্গলবার সকালে সাড়ে ৮টার একটু পরে আগুন লাগে। প্লাস্টিকের গুদাম হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন। খবর পাঠানো হয় দমকলে। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় রীতিমতো যুদ্ধ করতে হয় দমকল কর্মীদের। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

আরও পড়ুন: ফের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ

সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন ভোর পৌনে ৫টা নাগাদ হাওড়ার ফোরশোর রোডের বিজয়শ্রী জুটমিলের গুদামে আগুন লেগেছিল। প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে শুরু করে দিয়েছিল গুদাম। দ্রুত ছড়িয়ে পড়েছিল আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী এলাকায়। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টাদেড়েক লড়াই চালায়। ঘটনার চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই মঙ্গলবার পড়তেই ফের আগুন লাগার ঘটনা ঘটল।

এদিকে, বারবার হাওড়া শিল্পাঞ্চলের একাধিক কারখানা, গুদামে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত একমাসেই পর পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় একাধিক প্রশ্ন উঠছে। এটি নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে, সেই সংশয় থাকছেই। পাশাপাশি কারখানাগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন আশেপাশের বাসিন্দারা।

দেখুন আরও অন্য খবর

Colour Bar | ললিত মোদীর সঙ্গে বিয়ে? কী বললেন সুস্মিতা

RELATED ARTICLES

Most Popular

Recent Comments