নদিয়া: পয়সা না থাকলেও কুছ পরোয়া নেই। সাইকেলেই বিদেশ ভ্রমণ কৃষ্ণনগরের পাঁচ যুবকের। বুধবার ঘুরতে যাওয়ার ইচ্ছা আমাদের অনেকেরই থাকে। তবে অনেক সময় তা পেরে উঠি না পয়সার অভাবে। তবে ইচ্ছে থাকলে কোনও কিছুই যে বাধা হয়ে দাঁড়ায় না তা আবারও প্রমাণ করে দেখাল নদিয়ার এই যুবকেরা। ঘুরতে যাওয়ার নেশায় নিজের সাইকেলকে সঙ্গী হিসেবে বেছে নিলেন কৃষ্ণনগরের যুবক।
সাইকেল নিয়েই এর আগে তিনি ভ্রমণ করেছেন দেশের একাধিক জায়গায়। নাম রজত দাস, বাড়ি নদিয়ার কৃষ্ণনগর এলাকায়, তিনি এবং তাঁর চারজন বন্ধু এবার সাইকেল নিয়ে পাড়ি দিলেন সুদূর পাহাড়ে ভ্রমণ ও সমাজচেতনতার বার্তার উদ্দেশ্যে।
আরও পড়ুন: কালীপুজোয় ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণের জেলা
দেখুন আরও অন্যান্য খবর: