মালদহ: থানা চত্বরে পুলিশের গাড়ি নেই। পরিবর্তে ঘোরাফেরা করছে নৌকা। নৌকাতে চেপেই বিভিন্ন এলাকায় টহলদারি চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করছেন পুলিশ কর্মীরা। কখনও আবার তারা এক বুক জল ভেঙে বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছেন। এমনটাই ছবি নজরে এল মালদহের ভূতনী থানায়।
বন্যার জলে বর্তমানে গোটা ভূতনি এলাকা প্লাবিত। জলমগ্ন থানা চত্বর। তাই অগত্যা গাড়ির পরিবর্তে বর্তমানে নৌকা ব্যবহার করছেন পুলিশ কর্মীরা। টহলদারি সহ বিভিন্ন ক্ষেত্রে এই নৌকায় ব্যবহার করতে হচ্ছে বর্তমানে ভুতনি থানার কর্তব্যরত পুলিশকর্মীদের। পুলিশ কর্মীদেরও সমস্যার মধ্য দিয়ে নিজেদের কর্তব্য পালন করতে হচ্ছে। তবে মানুষের বিভিন্ন সমস্যা অভিযোগ শুনতে পুলিশ প্রশাসনের তরফে একটি অস্থায়ী ক্যাম্প উত্তর চণ্ডিপুর এলাকায় করা হয়েছে। সেখানে মানুষ নিজেদের সমস্যা অভিযোগ জানাতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। থানা চত্বরের সর্বত্রই জলে ডুবে রয়েছে। জনজীবন যেমন বিপর্যস্ত ঠিক তেমনি পুলিশকর্মীরাও অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।
আরও পড়ুন: রাজ্যপালকে বলুন এই বিলে সই করতে, শুভেন্দুকে জবাব মমতার