skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollফের ঢুকছে জল, আতঙ্কে লাভপুরের গ্রামবাসী
Flood Situation in Birbhum

ফের ঢুকছে জল, আতঙ্কে লাভপুরের গ্রামবাসী

Follow Us :

বীরভূম: নিম্নচাপের জেরে মেঘ ভাঙা বৃষ্টি, জলাধার থেকে ছাড়া জল। এই দুইয়ের দাপটে নদীর ভাঙা বাঁধ দিয়ে ফের হু হু করে জল ঢুকছে গ্রামে। আতঙ্কিত গ্রামবাসীরা। ঘটনাস্থলে লাভপুরের বিডিও। নতুন করে প্লাবিত বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের বলরামপুর গ্রাম।

একদিকে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি ও তার সঙ্গেই মাইথন সহ পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার কারণে ফের প্লাবিত লাভপুরের বলরামপুর গ্রাম। গত ১৭ সেপ্টেম্বর বলরামপুরের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়। এর ফলে বন্যার কবলে পড়েন বলরামপুর, কান্দরকুলো, খাঁপুর, ব্রাহ্মণপাড়া সহ একাধিক গ্রামের মানুষজন।
দিন কয়েক পরে প্রশাসনের তরফে সেই বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি। এর মধ্যে আবারও নতুন করে বৃষ্টি ও জল ছাড়ার কারণে সেই বাঁধের ফাটল দিয়েই তীব্র বেগে জল ঢুকছে এলাকায়। ইতিমধ্যে গ্রামের নিচু অংশে জল জমে গিয়েছে। গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল ঢুকে যাওয়ায় রান্নার কাজ বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি খারাপ হতে থাকার কারণে স্থানীয়দের নিরাপদ স্থানের নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। এলাকার মানুষজন অত্যন্ত আতঙ্কিত। কারণ বৃষ্টিপাত বাড়লেই বাঁধ ভেঙে থাকার কারণে খুব দ্রুত তাঁদের এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular