কোচবিহার: লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর গোটা জেলা জুড়ে বিজেপির ভাঙন অব্যাহত। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলের যোগ দিলেন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চারজন বিজেপি পঞ্চায়েত সদস্য। আর এই চারজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলের যোগদানের সঙ্গে সঙ্গেই বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি শূন্য হল।
সোমবার উদয়ন গুহ নিজেই তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। উল্লেখ্য, ১৬ আসনে বিশিষ্ট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এবারের পঞ্চায়েত নির্বাচনে ১২টি আসনে তৃণমূল জয়লাভ করে এবং চারটি জয়লাভ করে বিজেপি। আর এদিন মন্ত্রী উদয়নের হাত ধরে সেই চারজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলের যোগ দেওয়ার বুড়িরহাট ২ নম্বর অঞ্চল বিজেপি শূন্য করে একক সংখ্যাগরিষ্ঠ দখল করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন