কলকাতা: দেশজুড়ে লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফলের (Lok Sabha Election Result 2024) ঘোষণা আজ। জোরকদমে চলছে গণনা। ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Lok Sabha) ফলাফলের দিকে বিশেষ নজর আছে জনগণের। এই কেন্দ্র থেকে তৃতীয়বারের মতো ভোটে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) তারকা প্রার্থী দেব (Dev)। দেবের বিরুদ্ধে বিজেপির (BJP) হয়ে ঘাটাল থেকে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
আরও পড়ুন: বসিরহাটে সাড়ে ৩ লক্ষ-র বেশি ভোটে এগিয়ে তৃণমূল
কমিশনের রিপোর্ট অনুযায়ী, ১২টা নাগাদ ঘাটালে দেবের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪২ হাজার ৪২৫। হিরণ পেয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৫৩৩ ভোট। প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন দেব। অন্যদিকে, মেদিনীপুরে অগ্নিমিত্রা ১৫৭৩ ভোটের ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন জুনকে। ঝাড়গ্রামেও ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
দেখুন ভোটের আরও খবর