মালদহ: ফের লাইনচ্যুত মালগাড়ি। এবার উত্তরবঙ্গের মালদহের কুমেদপুর জংশনের কাছে একটি মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, ওই মালগাড়িটি নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাটিহার ডিভিশনের রেল আধিকারিকরা। ঘটনাস্থলে গিয়েছেন মালদহের হবিবপুরের বিডিও অংশুমান দত্তও। তিনি অবশ্য এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।
জানা গিয়েছে, এদিন সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। মালগাড়িটি ডাউন লাইনে রয়েছে। ইতিমদ্যে মালগাড়ির বগিগুলি সরানোর কাজ শুরু হয়েছে। বগিগুলি বিপজ্জনক ভাবে হেলে রয়েছে। রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটিকে প্রথমে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হবে। তারপর সেখান থেকে ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে নিউ জলপাইগুড়িতে। এই দুঘটনায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত সামসি স্টেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল। আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে আপ ও ডাউন কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেন-সহ একাধিক ট্রেন। গত কয়েকদিনে একাধিকবার রেলে দুর্ঘটনা ঘটেছে। এই নিয়ে ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা ঘটল।
আরও পড়ুন: ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন মমতার