ওয়েব ডেস্ক: আজ রামনবমী (Ram Navami)। রাজ্যের দিকে দিকে মহাসমারহে পালন করা হচ্ছে রামনবমী (Ram Navami) উৎসব। চলছে শোভাযাত্রা। আর সেই আবহেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C.V. Anand Bose), রবিবাসরীয় সকাল ১১ টা নাগাদ রাজভবন (Rajbhaban) থেকে বেরিয়ে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের (Central Avenue) রাম মন্দির পরিদর্শন করে দিলেন রামের পুজো।
রাজ্যের দিকে দিকে সকাল থেকে চলছে র্যালি। বিজেপি থেকে শুরু করে তৃণমূল সকলেই এই উৎসবে মেতে উঠেছেন।
ঠিক তেমনভাবেই মাততে দেখা গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। রাজভবন সূত্রে খবর, সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দির পরিদর্শনে যাওয়া শুধুমাত্র আনুষ্ঠানিক সফর। এবং সেখানে রাজ্যপাল উপস্থিত হন মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণেই।
আরও পড়ুন: রামনবমী উপলক্ষে শুভেচ্ছাবার্তা মমতার
রাজ্যপালের সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দির সফর ঘিরে দেখা যায় কড়া নিরাপত্তা। সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দিরে পুজো দিয়ে রাজ্যপাল বলেন, ‘ শান্তিপূর্ণভাবে মিছিল করুন’।
উল্লেখ্য, রামনবমী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) রাজ্যবাসীকে রামনবমীর (Ram Navami) শুভেচ্ছাবার্তা দিলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সকল রাজ্যবাসীকে শান্তিপূর্ণভাবে রাম নবমী উদযাপনের আবেদন জানালেন।
রামনবমী ঘিরে উৎসাহের পারদ তুঙ্গে। আর এই আবহে প্রস্তুত রাজ্যের পুলিশ, প্রশাসনও। রাজ্যজুড়ে ইতিমধ্যেই রামনবমী উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কথাকেই মাথায় রেখে গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপ।
রামনবমীকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে নবান্ন খোলা থাকবে। জানা গিয়েছে, খোলা থাকছে পুলিশের কন্ট্রোল রুম। সেখানে বসে নিজে গোটা বিষয়ের উপর নজরে রাখবেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। থাকবেন পুলিশের অন্যান্য শীর্ষ কর্তারাও। রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় আড়াইশো মিছিল বেরনোর কথা। তার সবকটাই যাতে সুষ্ঠুভাবে শেষ হয় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে, রাজভবনের তরফেও খোলা হচ্ছে পিস রুম।
দেখুন অন্য খবর