ওয়েব ডেস্ক: বেশ কয়েকদিন হল দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) ঢুকেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে যেভাবে ভাসছে উত্তরবঙ্গ, সেভাবে প্রবল বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা সহ একাধিক জেলা। রবিবারও দক্ষিণের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, রাজ্যের একাধিক জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে ফের বৃষ্টি কমার ইঙ্গিত মিলেছে।
রবিবার ভিজবে কলকাতা
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ছুটির দিন দিনভর কলকাতার (Kolkata Weather Today) আকাশ থাকবে মেঘলা। তবে দিনের মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোনও কোনও জায়গায়। সেই সঙ্গে আজ বইতে পারে দমকা হাওয়া, যার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। তবে সোমবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনেও তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: সপ্তাহান্তে বাতিল বহু লোকাল, যাত্রী ভোগান্তি চরমে
দক্ষিণবঙ্গের বাড়বে বৃষ্টি?
আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত কিছুটা কমবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
উত্তরবঙ্গে সক্রিয় বর্ষা
দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গে আজও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মালদা সহ নীচের দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। তবে বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে।
দেখুন আরও খবর: