চুঁচুড়া: ২০ মে হুগলিতে নির্বাচন (Loksabha Election 2024)। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (BJP Candidate Locket Chatterjee) বিরুদ্ধে প্রথমবার ভোটের ময়দানে নেমেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Trinamool Candidate Rachana Banerjee)। প্রচারের ফাঁকেই তাঁর বিরুদ্ধে উঠল বিধিভঙ্গের অভিযোগ। বুধবার চুঁচুড়ায় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো’য়ের অডিশন ঘিরে বিতর্ক। বিজেপি প্রার্থী লকেট চট্টোপপ্রভাবের অভিযোগ, রচনা হুগলির মহিলা ভোটারদের প্রভাবিত করার জন্য দিদি নম্বর ওয়ানের অডিশন এবং শ্যুটিং করছেন।
আরও পড়ুন: সিএএতে প্রথম নাগরিকত্ব পেলেন ১৪ জন
লকেটের দাবি রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নম্বর ওয়ানের অডিশন চলছে। তাঁর কাছে কিছু ভিডিয়ো এসেছে। ভোটারদের কাছে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। তৃণমূলকে আক্রমণ করে বলেন, এরা কতটা ফেক। এই অডিশন বন্ধ করা হোক। এই নিয়ে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়োও শেয়ার করে সরব হয়েছেন বিজেপি প্রার্থী। যদিও লকেটের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। রচনার বক্তব্য, সব মিথ্যা কথা। মিথ্যা প্রোপাগান্ডা করছে। এসব কিচ্ছু নয়। দিদি নম্বর ওয়ান ৩৬৫ দিনের শো… আমি সারাদিন প্রচার করছি। কলকাতায় যাওয়া সম্ভব নয়, তাই রাতে গিয়ে শ্যুটিং করছি। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, ভোটের কোনও ব্যাপার নেই।
অন্য খবর দেখুন