হাওড়া: নতুন বছরের শুরুর দিনেই দুর্ভোগে পড়লেন হাওড়া-বর্ধমান (Howrah-Bardhaman Main Line) ও হাওড়া-তারকেশ্বর মেন লাইনের (Howrah-Tarakeswar Main Line) যাত্রীরা। যেমনটা জানা যাচ্ছে, সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় রুটিন টহলদারি দেওয়ার সময় ছয় নম্বর লাইনে ফাটল দেখতে পান রেলকর্মীরা। তার পরেই মেরামতির কাজ শুরু হয়। লাইনে মেরামতির কাজের জেরে শেওড়াফুলি থেকে হাওড়ামুখী ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ লাইনে ফাটল চোখে পাড়ার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে পর পর একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। কিছু ট্রেনকে রিভার্স লাইন দিয়ে হাওড়ায় পাঠানো হয়। কিছুক্ষণ পর থেকে শেওড়াফুলি স্টেশনে আটকে থাকা ট্রেনগুলি ধীর গতিতে পরবর্তী স্টেশন শ্রীরামপুরে পৌঁছয়।
আরও পড়ুন: বাণিজ্যিক গ্যাসের দাম কমল তিন শহরে
সকাল ৮টা নাগাদ লাইনে কাজ শুরু হয়। তবে এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত মেরামতির চেষ্টা চলছে। ট্রেন চলাচল তাড়াতাড়িই স্বাভাবিক হয়ে যাবে। আপাতত হাওড়াগামী ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। একাধিক ট্রেন দেরিতে চলছে। বছরের প্রথম দিনেই ট্রেনে উঠে দুর্ভোগের মুখে পড়ে রীতিমত নাজেহাল অবস্থা যাত্রীদের। ১ জানুয়ারি উপলক্ষে একাধিক সরকারী অফিস বন্ধ থাকলেও, ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগের মুখে পড়তে হয় সপ্তাহের প্রথম দিনের নিত্যযাত্রীদের।
আরও খবর দেখুন