ডোমকল: পরকীয়ায় বাধা দিচ্ছিলেন স্ত্রী (Wife), পথের কাটা সরাতে তাঁকে নির্মমভাবে খুন করল স্বামী (Husband)। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে। অভিযুক্ত স্বামী পলাতক। মৃত গৃহবধূর নাম সাকিনা বিবি। পরিবারের অভিযোগ, স্বামী আবুল বাশার মণ্ডল একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিল। এই নিয়ে সাকিনা প্রতিবাদ করলেই তাঁর উপর চলত লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন। বহুবার তাঁকে মারধর করা হয়েছে।
আরও পড়ুন: জাল ওষুধ আটকাতে একগুচ্ছ নির্দেশিকা আনছে রাজ্য
এই পরিস্থিতির জেরে সাকিনা একাধিকবার মায়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। স্থানীয় স্তরে দু’দফা সালিশি সভাও হয়। শেষমেশ শনিবার সকালে ঘটনার ‘নিষ্পত্তি’ ঘটে ভয়াবহভাবে। পরিবারের দাবি, ধারালো অস্ত্র দিয়ে প্রথমে গলা কেটে খুন করা হয় সাকিনাকে, পরে বালিশ চাপা দিয়ে বাড়ি ছেড়ে চম্পট দেয় স্বামী। ঘটনার খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত আবুল বাশারের খোঁজে তল্লাশি শুরু করেছে ডোমকল থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দেখুন অন্য খবর: