Placeholder canvas
Homeরাজ্যবিশ্বকাপ ফাইনালে ভারতের হার, শোকে আত্মঘাতী যুবক

বিশ্বকাপ ফাইনালে ভারতের হার, শোকে আত্মঘাতী যুবক

বাঁকুড়া: রবিবার ১৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা ছিল চরমে। গোটা দেশের পাশাপাশি উন্মাদনায় গা ভাসিয়েছিল বাংলা। কিন্তু, অজিদের দাপটে রোহিত-বিরাটদের অশ্বমেধের ঘোড়া থামতেই স্বপ্নভঙ্গ ১৪০ কোটি ভারতীয়ের। আর এই বিশ্বকাপ জেতার স্বপ্ন ভাঙার দুঃখ সামলাতে না পেরেই চরম পদক্ষেপ এক ক্রিকেটে ফ্যানের। রবিবার রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বাঁকুড়ার (Bankura) ক্রিকেটভক্ত যুবক (Youth) রাহুল লোহার। ইতিমধ্যে তাঁর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

মৃতের নাম রাহুল লোহার (২৩)। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা। এলাকায় ‘ক্রিকেট পাগল’ হিসেবেই পরিচিত ছিল সে।  রবিবার স্থানীয় এলাকার একটি হলে জায়ান্ট স্ক্রিনে বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখছিলেন। ভারতীয় (Team India) বোলারদের মোকাবিলায় অস্ট্রেলিয় ব্যাটাররা যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন, তা দেখে বিমর্ষ হয়ে পড়ছিলেন রাহুল। শেষমেশ ভারতের হারে ভাঙা হৃদয় নিয়ে বাড়ি ফেরেন রাহুল। এরপরই ঘটে অঘটন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খেলা দেখে নিজের বাড়িতে ফিরেছিলেন রাহুল। সেসময় বাড়িতে কেউ ছিল না। আর বাড়ি ফাঁকা থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান তাঁর ঝুলন্ত দেহ। খবর পেয়ে পাড়ার বন্ধুবান্ধবরা ছুটে যান। রাহুলকে ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি তাঁরা উদ্ধার করে নিয়ে যান বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে রাতেই মৃতদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: ফের লোকালয়ে হাতির হানা

পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে এভাবে যুবকের মৃত্যুতে ছড়িয়েছে চাঞ্চল্য। ভারতের হারের কারণে এমন চরম পদক্ষেপ নেবে কেউ ভাবতেই পারেনি। ভারতের এমন ভাবে হেরে যাওয়াতে কষ্ট পেয়েছেন সমস্ত ক্রিকেটপ্রেমী মানুষই।

দেখুন আরও অন্য খবর:

Udayan Guha | দলের কর্মীদের গায়ে হাত দিলে পেটানোর নিদান উদয়ন গুহর

RELATED ARTICLES

Most Popular

Recent Comments