পূর্ব বর্ধমান: সরকারি জায়গার উপর অবৈধ নির্মাণ বর্ধমানের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের রসিকপুর রোড সুভাষ পল্লী এলাকায়। কার্যত সরকারি জায়গার উপর এরকম কংক্রিট ঢালাই করে অবৈধ নির্মাণ হওয়ায় এলাকার মানুষজন বর্ধমান পুরসভায় অভিযোগ জানান। পরে পুরসভার নজরে আসতেই বন্ধ করে দেয় কাজ।
সম্প্রতি গোটা রাজ্য জুড়ে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জায়গার উপর দখলদারিদের ফুটপাত উচ্ছেদ অভিযান করার নির্দেশ দিয়েছেন। কিন্তু কীভাবে সুভাষ পল্লী এলাকায় সুব্রত স্মৃতি সংঘ সরকারি জায়গা দখল করে আসত। একটি বড় ক্লাব সঙ্গে দোকান ঘর। এলাকার মানুষজনের প্রশ্ন, কার সাহসে এই যোগান হত?
পাশাপাশি রশিকপুর রোড লাগোয়া বেশকিছু দোকানপাট রয়েছে। বিগত দু-দশক ধরে কংক্রিট দোকান ঘর করে দেদার ব্যবসা করছেন। এমনকী বর্ধমান পুরসভাকে ট্যাক্সও দিয়ে যাচ্ছেন। সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে হকার উচ্ছেদ অভিযান চলছে জেলায় জেলায় সে সব দেখে আতঙ্কিত রসিক পুর এলাকার ব্যবসাদাররা।
আরও পড়ুন: রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভে সামিল স্কুল পড়ুয়ারা
তাঁরা জানাচ্ছেন, যদি সরকার উচ্ছেদ করে দেয় তাহলে কোথায় যাব। কীভাবে পেট চলবে ছেলে মেয়েকে কীভাবে স্কুলের ফি দেব। এইসব চিন্তায় ঘুম হচ্ছে না।
দেখুন আরও অন্যান্য খবর: