জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে থাকা রিসোর্টে রমরমিয়ে চলছে মধুচক্র বলে অভিযোগ। ময়নাগুড়ি ব্লকের রামশাই রাইনো ক্যাম্প লাগোয়া এই রিসোর্ট। এলাকার মহিলারা রিসোর্ট তালা বন্ধ করে শুক্রবার জেলা পরিষদের দ্বারস্থ হলেন। রিসোর্ট বন্ধ করার দাবি উঠল।
প্রায় ১৫ বছর আগে প্রাক্তন কেএলওদের স্বনির্ভর করে তুলতে জেলা পরিষদের উদ্যোগে রিসোর্ট তৈরি করা হয়েছিল। রিসোর্টে থাকা খাওয়া ব্যবস্থা রয়েছে। একাধিক রুম রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য সকলকে মুগ্ধ করবে বলাই বাহুল্য। গ্রামবাসীদের দাবি, প্রাক্তন কেএলওরা এই রিসোর্ট খুব ভালো ভাবে কয়েকবছর চালাচ্ছিলেন। বর্তমানে বেশিরভাগ প্রাক্তন কেএলও চাকরি পেয়েছেন। এখন প্রাক্তন কেএলওর নজরদারি খুব একটা নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে মধুচক্র চলছে রিসোর্টে বলে অভিযোগ। স্কুলের পোশাকে ১৪-১৫ বছরের মেয়ে এছাড়া কম বয়সের মেয়েরা রিসোর্ট দিনে রাতে আসছে। দীর্ঘক্ষণ সময় কাটিয়ে ফিরে যাচ্ছে। গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে।
গ্রামবাসীর দাবি, সক্রিয় ভাবে মধুচক্র চলছে। এভাবে চলতে থাকলে খুবই সমস্যা হচ্ছে গ্রামবাসীদের। দ্রুত এই রিসোর্ট বন্ধ করার দাবি তুললেন গ্রামবাসীরা।