বহরমপুর: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর করতে চলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। ওই অ্যাসোসিয়েশনের ৩১ জন চিকিৎসক বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় মুর্শিদাবাদের জেলাশাসককে একটি ডেপুটেশন দিতে যাচ্ছেন। চিকিৎসকদের অভিযোগ, বুধবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর সংবাদমাধ্যমের সামনে হুমকি দিয়েছেন চিকিৎসকদের। ফলে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে কারণে তাঁর বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এফআইআরদায়ের করতে চলেছে।
প্রসঙ্গত, গতকাল আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে, আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব। ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব। সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীর শাস্তি আমরাও চাই। কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। সাধারণ মানুষ মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে। এমনই হুঙ্কার দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।
দেখুন আরও অন্যান্য খবর: